আপনি প্রশ্রয় না দিলে দুর্নীতি ঘেষবে না: মাশরাফি
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ছিলেন সম্মেলনে বড় চমক।
দলীয় সূত্র জনায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকাল ১০টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুন্সী আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ক্রিকেটার এমপি মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন তবে দুর্নীতি আপনার পাশে ঘেষতে পারবে না।’
নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন। আমিও প্রধানমন্ত্রীর সে অভিযানে সামিল হয়েছি। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী গ্রুপিং করবেন না।
আমরা এক ছাতার নিচে থেকে উন্নয়ন কাজ করতে চাই। আমি নড়াইলে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।