আনোয়ারায় দুর্বার বারখাইন সংগঠনের ঈদ উপহার বিতরণ
ইমদাদুল হক সজীব,আনোয়ারা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের শেষ ভাগ আর পবিত্র ইদুল ফিতরের শুভ আগমন হতে চলেছে। তবে এখনো কেটে যায়নি করোনার সংকটময় পরিস্থিতি।
সংকটময সময়ে পবিত্র ইদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মাঠে নেমেছেন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।
গত ২২ মে (শুক্রবার) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ শিলাই গড়া,ঝিউরি, হাজিগাঁও,তৈলারদ্বীপসহ গ্রামের মধ্যবিত্ত কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছালেন সামাজিক ও মানবিক সংগঠন দুর্বার বারখাইন। ঈদ সামগ্রী বিতরণ করা হয় কোনো জনসমাগম ছাড়াই।
ঈদ উপহার সামগ্রীরচাল,ডাল,আলু,তেল,বাংলা সেমাই,লাচ্ছা সেমাই,নুডুলস ও চিনি তালিকাভুক্তদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হয়।
দুর্বার বারখাইনের উপদেষ্টা মন্ডলি,সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ তাদের নিজেদের অর্থায়নে এবং পরিশ্রমের মাধ্যমে অসহায় কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর অবিরাম চেষ্টার ফল স্বরূপ আজকের এই ঈদ উপহার বিতরণ।
এই বিষয়ে দুর্বার বারখাইন এর সভাপতি মেজবাহউদ্দিন আহমেদ বলেন,আমরা সার্বক্ষণিক বিভিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে আলাদা কিছু করার চেষ্টা করি,ঠিক তারই প্রেক্ষিতে আজকের এই উপহার বিতরণ,আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে আজকের এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। বারখাইনে ঈদ উপহার বিতরণ করেছেন দুর্বার বারখাইন।