আনোয়ারায় করোনা ভয়বিহীন জমজমাট ঈদ বাজার
ইমদাদুল হক সজীব,আনোয়ারা প্রতিনিধি:
মহামারী করোনা সংকট হতে জনগণকে রক্ষা করতে প্রায় স্থানে জনসচেতনতার অন্ত নেই। প্রশাসন জনগণের সুস্বাস্থ্য রক্ষা বিবেচনায় নির্দিষ্ট আইনের ভিত্তিতে মার্কেট,শপিং মল খোলার অনুমতি প্রদান করেন। তবে প্রশাসনের আইন ভঙ্গ করে ব্যবসায়ীরা করেছে ঝুঁকিপূর্ণ ক্রয়-বিক্রয়।
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার প্রায় বিভিন্ন সুনামধন্য শপিং মলের মালিক সমিতি বন্ধের ঘোষণা দিলেও অসাধু কিছু ব্যবসায়ী ঝুঁকিপূর্ণ পণ্য আদান প্রদান করে চলেছেন। প্রশাসনের আইন অনুযায়ী সকল ৯টা হতে বিকাল ৫ট পর্যন্ত খোলার নির্দিষ্ট সময় থাকলেও তা মানছেন না বহু ব্যবসায়ী।
আনোয়ারা উপজেলার কর্মকর্তাগণ ভ্রাম্যমান আদালতের পরিচালনায় অভিজান চালিয়ে বেশ কিছু জরিমানা ইতিপূর্বে করেছেন সচেলতার উদ্দেশ্যে। প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও ঝুঁকিপূর্ণ ক্রয়-বিক্রয় চলছে রাতের গভীরে। বিকাল ৫টার পরেও অনেক পরিবারের ছোট্ট বাচ্চা নিয়েও ভীড় করছে জনসমাগমে সম্পূর্ণ নিরাপত্তাহীন।