আদালতে যেতেই হচ্ছে নেতানিয়াহুকে
আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির মামলায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদালতে উপস্থিত হতে চাননি। এ কারণে আদালতে একটি আবেদন দাখিল করেছিলেন তিনি।
তার সেই আবেদন খারিজ করে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
বুধবার( ২০ মে) আদালতের নির্দেশনায় বলা হয়েছে, অভিযোগ পড়ার সময় অভিযুক্তকে আদালতে হাজির থাকতে হবে আর এই মামলায় নেতানিয়াহুকে বিশেষ সুযোগ দেয়ার কোনো কারণ নেই।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আগামী ২৪ মে (রোববার) জেরুজালেমে দুর্নীতির মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার শুরু হচ্ছে।