আজ সোহম বণিক’র ৫ম জন্মদিন
দৈনিক সকালের ডাক
ব্রাহ্মণবাড়িয়ার সুমন বণিক ও মুক্তা বণিক এর ১ম সন্তান সোহম বণিক।১৫ মে ২০২০ইং সোহম বণিক’র ৫ম জন্মদিন আজ। জম্নদিন উপলক্ষে তেমন কোন আয়োজন না করা হলেও ঘরোয়া ভাবে পরিবারের সবাইকে নিয়ে জম্নদিন উদযাপন করা হচ্ছে।
‘সোহম’ ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজীপাড়া পুকুর পাঁড় এলাকার বাসিন্দা সঞ্জিব কুমার বণিক ও শোভা রাণী বণিক এর নাতী এবং ‘সোহম’ একই এলাকার মহাদেব পট্টি’র বাসিন্দা সুভাষ বণিক ও সাধনা রাণী বণিক এরও নাতী।‘সোহম’ এর জন্য তার পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খীদের কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে।