আজ আস্ফানের গতি হতে পারে ঘণ্টায় ১৭০-১৮০ কিমি
নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় আম্ফান আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ভারতের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বোববারই ঘূর্ণিঝড়টির বেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হলেও আগামী সোম ও মঙ্গলবার শক্তি বেড়ে ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার গতি হতে পারে। আর সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত।