আজমিরীগঞ্জে ২০লিটার চোলাই মদসহ আটক ১
শিহাব উদ্দিন , আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদ সহ শ্রীকান্ত দাস শিরু (২৮) নামে এক ব্যাক্তিক আটক করেছে পুলিশ।
আজমিরীগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর (বাজার হাটি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২০লিটার চোলাইমদ সহ পেশাদার মাদক ব্যবসায়ী শ্রীকান্ত দাস শিরু কে আটক করা হয়।
আরও জানা যায় গত ১৭ই সেপ্টেম্বর দিবাগত রাত ১২ঘটিকার পর আজমিরীগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ গোলাম ফারুক এর দিক নির্দেশনায় এসআই ভুপেন্দ চন্দ্র বর্মন এর নেতৃত্বে এসআই পনুয়েল হাঁচ্ছা এএসআই বিধান রায় ও সঙ্গীয় ফোর্স আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর (বাজার হাটি) এলাকার মৃত কমল কান্ত দাসের ছেলে শ্রীকান্ত দাস শিরুকে ২০লিটার দেশিয়চোলাই মদ সহ আটক করা হয়। শ্রীকান্ত এক জন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তিনি উপজেলার বিভিন্ন জায়গায় মদ বিক্রি করতেন।
উক্ত ঘটনায় এসআই নি: ভুপেন্দ বর্মন বাদী হয়ে আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করিলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলার আসামিকে ১৭ই সেপ্টেম্বর দুপুর ২ঘটিকায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় ।