অস্থিরতা কাটাতে যে দোয়া পড়বেন
সকালের ডাক ডেস্ক
অস্থিরতায় নিচের দুটি দোয়া পড়তে পারেন
দোয়া ১
আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীছু।
অর্থঃ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী আল্লাহ্ তোমার রহমত দ্বারা আমাকে সাহায্য কর।
প্রিয় নবী মোহাম্মদ(সা:) যে দোয়াটি বেশি পড়তেন
দোয়া ২
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানান্নাহিল আযীম।
অর্থঃ মহান আল্লাহ বড়ই পবিত্র, আল্লাহ বড়ই পবিত্র ও মহান।