অশুভ লক্ষণ থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন
দৈনিক সকালের ডাক
চলার পথে কখন যে বিপদের সম্মুখিত হই তা আমরা কেউই জানি না। তাই আমাদের প্রত্যেকেরই সব সময় সাবধান থাকার পাশাপাশি মহান আল্লাহ তায়ালার সাহায্য পার্থনা করা দরকার।
অশুভ লক্ষণ থেকে রক্ষা পেতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিচের এই দোয়াটি পাঠ করতে বলেছেন।
দোয়াটির আরবি উচ্চারণ: আল্লাহুমা লা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা ইলাহা গাইরুকা। বাংলা অর্থ: হে আল্লাহ! তুমি কিছু ক্ষতি না করলে অশুভ বা কুলক্ষণ বলে কিছু নেই। তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। তুমি ছাড়া কোনো ইলাহ নেই।’