করোনাভাইরাস জাতীয় টপ স্লাইড সাহিত্য পাতা(গল্প,কবিতা,ছড়া ও অন্যান্য) অমিত বণিকের কবিতা: করোনা ভাইরাস dailysokalerdak.com April 26, 2020 0000000 করোনা ভাইরাসঅমিত বণিক করোনা তুই পালিয়ে যাশুধু তোর ভয়টুকু রেখে যা।। করোনা তুই কবে পালাবিকানে কানে এসে কবে বলবি ভেবেছি তোকে করবো না ভয়সচেতন থেকে করবো পরাজয়।। জয়ের মালা আমরা পরবোইকরনো মুক্ত বাংলা গড়বোই।।