অবস্থান কর্মসূচির অনুমতি দেয়া হয়নি: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক: বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশ মুখে অবস্থান কর্মসূচির অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামিকালের সকল রাজনৈতিক দলের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights