অবশেষে রোহিঙ্গা ক্যাম্পে করোনার থাবা
নিউজ ডেস্ক
দেশে করোনারোগী শনাক্ত হওয়ার শুরুতেই পর্যটন নগরী কক্সবাজারকে লকডাউন করা হয়েছিল। সাথে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত। প্রয়োজনীয় খাদ্য সহায়তা, চিকিৎসা ছাড়া বন্ধ করে দেয়া হয়েছিল বাকি সব কার্যক্রম।
লক্ষ্য একটাই, গাদাগাদি করে বাস করা সাড়ে ১১ লাখ রোহিঙ্গাকে করোনার থাবা থেকে রক্ষা করা। দীর্ঘ দুই মাসেরও অধিক সময় রোহিঙ্গাদের করোনামুক্ত রাখা গেলেও বৃহস্পতিবার সেখানেও থাবা বসিয়েছে করোনা।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (১৪ মে) ১৮৬ জনের স্যাম্পল টেস্টে পজিটিভ আসা ১২ জনের দুইজন রোহিঙ্গা শরণার্থী। আক্রান্ত রোহিঙ্গাদ্বয় পুরুষ এবং রেজিস্টার্ড রোহিঙ্গা।
তাদের একজন উখিয়ার লম্বাশিয়া এলাকার ১ নম্বর পশ্চিম ক্যাম্পের বাসিন্দা। তাকে আইওএমের ২ নম্বর ক্যাম্পের পশ্চিম ব্লকে স্থাপিত আইসোলেশন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অপরজন কুতুপালংয়ের শরণার্থী। তাকেও এমএসএফের ওসিআই আইসোলেশন হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।